ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে দলিল লেখকদের সংবাদ সম্মেলন

সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে দলিল লেখকদের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাব-রেজিস্ট্রার দলিল লেখক ও ভেন্ডার সমিতির আহ্বায়ক মুশফিকুর রহমান রিপন। ছবি: সমকাল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১১:১৭ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১১:১৭

দুর্নীতি, দলিল লেখক, দাতা ও গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, নকল পেতে ভোগান্তিসহ নানা অনিয়মের প্রতিবাদে নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্ব সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক ও ভেন্ডার সমিতি।

রোববার বেলা ১১টার দিকে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার দলিল লেখক ও ভেন্ডার সমিতির প্রধান কার্যালয়ে এই  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে সমিতির আহ্বায়কের পক্ষ থেকে দলিল লেখকরা কলম বিরতি কর্মসূচি পালন করেন।

এদিকে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের মুখোমুখি অবস্থানের ফলে ভোগান্তিতে পড়েছেন জমির দাতা-গ্রহীতারা। অবিলম্বে এর সুষ্ঠু সমাধান চান তারা।

সংবাদ সম্মেলনে সাব-রেজিস্ট্রার দলিল লেখক ও ভেন্ডার সমিতির আহ্বায়ক মুশফিকুর রহমান রিপন বলেন, পূর্ব সাব-রেজিস্ট্রার মহিউদ্দিন আব্দুল্লাহ দুর্নীতি, স্থানীয় দলিল লেখক, দাতা ও গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া অহেতুক ছুটি নিয়ে অনুপস্থিত থাকেন তিনি। এতে নকল পেতে ভোগান্তিসহ নানা ধরনের দুর্ভোগ পড়েছেন সাধারণ মানুষ।

তিনি বলেন, বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি আমাদের জিম্মি করে ফেলেছেন। অবিলম্বে তার প্রত্যাহার জরুরী। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

অভিযোগ অস্বীকার করে সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, নতুন ভূমি আইন বাস্তবায়নে দলিল লেখকদের বা জমির মালিকদের আপত্তি থেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। কিছুদিন গেলেই এই সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন

×