ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সেতু ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ

সেতু ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৬:২২

ভারী যানবাহন চলাচলের কারণে দেবে ভেঙে গেছে সেতুর মাঝের অংশ। এ কারণে নেত্রকোনা সদর-মদন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শুক্রবার সকালে নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারের পাশে সাইঢুলি নদীর ওপর থাকা সেতুটি ভেঙে যায়।
এলাকাবাসী জানায়, সাইঢুলি নদীর ওপর থাকা সেতুটি অনেক পুরোনো। এর ওপর দিয়েই আটপাড়া, খালিয়াজুরী, মদনসহ বিভিন্ন স্থানে চলাচল করে থাকে বাস-ট্রাকসহ ভারী যানবাহন। কিন্তু গত শুক্রবার সকালে সেতুটির মাঝের অংশ ভেঙে যায়। তখন থেকেই নেত্রকোনা-মদন সড়কে যানবাহন চলাচল বন্ধ।
মদন উপজেলার কেশজানী গ্রামের হামিদুল হক বলেন, ‘আমি বাড়ি থেকে মেয়েকে নিয়ে নেত্রকোনায় যাচ্ছিলাম। কিন্তু লক্ষ্মীগঞ্জ বাজারের পাশে সাইঢুলি নদীর ওপর সেতুটি ভাঙা থাকায় সরাসরি যেতে পারছি না। পরে মালপত্র মাথায় নিয়ে হেঁটে সেতু পার হয়ে অটোরিকশায় করে শহরে যেতে হয়েছে। আমাদের অনেক কস্ট হয়েছে।’
আটপাড়ার লুনেশ্বর গ্রামের রফিকুল ইসলাম জানান, এই সেতু দীর্ঘদিন ধরে নড়বড়ে। দুই পাশের মাটি সরে গেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

নতুন সেতুর কাজ চলছে অনেক দিন ধরে। কবে নাগাদ শেষ হবে কেউ বলতে পারেন না।

লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ইকবাল হাসান বলেন, দীর্ঘদিনের পুরোনো সেতু এটি। দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। এখন সেতুর মাঝখানে ভেঙে গেছে। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। বিকল্প কোনো সড়ক না থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
কথা হয় নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীনের সঙ্গে। তাঁর ভাষ্য, ভাঙা স্থানে বেইলি সেতু নির্মাণের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেতুর সংস্কার কাজ শেষ করা হবে। ওই সড়কে গার্ডার সেতু নির্মাণের কাজ চলমান।


আরও পড়ুন

×