ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভোটাররা কেন্দ্রে গেলে যুক্তরাষ্ট্র কী করল তা বড় কথা নয়: কাদের সিদ্দিকী

ভোটাররা কেন্দ্রে গেলে যুক্তরাষ্ট্র কী করল তা বড় কথা নয়: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী । ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ১৩:২১ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ১৩:২৮

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘ভোটে কে এলো কে না এলো, ভোটে যুক্তরাষ্ট্র, জার্মান, কানাডা, ইংল্যান্ড কী করল এ গুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি কেন্দ্রে যান, তারা ইচ্ছা মতো যদি ভোট দেন তাহলে যুক্তরাষ্ট্র যদি তার দেশ নিয়ে আমাদের উপরে আসে তাহলে কিছু করতে পারবে না। এ জন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি, আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। ভোটে লোককে দাঁড়াতে দেবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে সহযোগিতা করবেন। ভোট ওয়ালাদের ফেরাবেন না।’

সোমবার ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে বৃহত্তর ময়মনসিংহ জেলা সমূহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, ‘এবার আপনার (শেখ হাসিনা) নেতৃত্ব, কর্তৃত্ব এবং সারা পৃথিবীতে আপনার সম্মান রক্ষার একমাত্র প্রতীক হচ্ছে দেশের ভোটাররা। তারা যদি ভোটকেন্দ্রে যান আপনাকে নিয়ে যে যত কথাই বলুক কোনো কিছুই টিকবে না। আপনিই হবেন এ দেশের এবং বিশ্বের জননন্দিত নেতা। সেজন্য ভোটারকে কেন্দ্রে যেতে দিতে হবে। ভোটারকে অংশগ্রহণ করতে দেবেন তাহলে আপনার নেতৃত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আপনার নৌকা মার্কা ছাড়াও যারা জিতবে তারাই বঙ্গবন্ধুর সৈনিক, তারাই আপনার সৈনিক।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘ধানের শীষ আর পেটের বিষ ওটার আমাদের আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে আপনি রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। আপনি গত ৫ বছরেও একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। আপনি দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না তাহলে আপনি দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। আপনি সেটা মনে রাখবেন।’ 

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুস্কৃতিকারী ছিলাম। আজ আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুস্কৃতিকারী। আমি জানতে চাই এই দুস্কৃতিকারী কবে দূর হবে? বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এটাকে স্বীকার না করলে কোনো ক্ষতি হবে না। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তার পর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন। যারা আওয়ামী লীগ করেন, তাদের নৌকা চালাতে হলে গামছা ছাড়া কোনো গতি নাই।’

ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

আরও পড়ুন

×