ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এলজিইডি প্রকৌশলীর

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এলজিইডি প্রকৌশলীর

নিহত প্রকৌশলী জহুরুল হক। ছবি-সংগৃহীত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১১:৫৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১১:৫৭

কক্সবাজারে উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশা-বাস সংঘর্ষে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জহুরুল হক (৪৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল হক কুষ্টিয়া সদরের নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বেলা ১১টার দিকে উপজেলার হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাস ও উখিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় প্রকৌশলী জহিরুল হককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও তিন যাত্রী আহত হয়েছেন। 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি।

আরও পড়ুন

×