গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ০৪:৩৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ০৪:৩৮
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরনের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (ভারপ্রাপ্ত মেয়র) আসাদুর রহমান কিরনের ২১ নভেম্বর ২০২১ হতে আনীত রাজস্ব ও ডিপিপি ১৫১০, ৬৬০ ও অন্যান্য এবং বিদ্যুৎ এর বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করার লক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন গাজীপুর সিটি করপোরেশন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান জানান, গাজীপুর সিটি করপোরেশনের কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত কমিটিতে ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্য ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিটি করপোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া ও প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে।
- বিষয় :
- গাজীপুর সিটি করপোরেশন
- দুর্নীতি
- তদন্ত কমিটি