ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচন যথাসময়ে শেখ হাসিনার সরকারের অধীনেই হবে: পরিবেশমন্ত্রী

নির্বাচন যথাসময়ে শেখ হাসিনার সরকারের অধীনেই হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ফাইল ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ০৯:৫৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ০৯:৫৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে। 

শুক্রবার মৌলভীবাজার জেলা স্কাউট ভবন সম্প্রসারণের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শব্দ দূষণের কারণে দেশে শিশুসহ বয়স্করাও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর ঢাকা নগরীতে সকাল ১০টায় এক মিনিট প্রতীকী নীরবতা পালন করা হবে। 

এর আগে জেলা স্কাউটসের আয়োজনে শহরের মিশন রোড এলাকায় ফিতা কেটে স্কাউট সম্প্রসারণ ভবনের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটস উন্নয়নবিষয়ক জাতীয় কমিশনার আখতারোজজামান কবির, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ অনেকে।

জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সভায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সভাপতিত্ব করেন। এ সভায় এ বছর ১২০ জন স্কাউটসকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

আরও পড়ুন

×