ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে লিয়াকত সিকদার

ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষদের আর্থিক সহায়তা দেন লিয়াকত সিকদার। ছবি: সমকাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:৪২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:৫৭
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত সিকদার।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়বাগ, মালা, তিতুরকান্দি, কৃষ্টপুর এবং সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম ও বিদ্যাধর গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষদের আর্থিক সহায়তা দেন তিনি। ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।
গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছয়টি গ্রামে মাত্র ৩০ সেকেন্ডের ভয়াবাহ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। শত শত বসতঘর ভেঙে যায়, হাজারো গাছ উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেকেই খোলা আকাশের নিচে ও আশপাশের বাড়িতে স্থান নিয়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি
লিয়াকত সিকদার বলেন, ‘হঠাৎ ভয়াবহ ঘূর্ণিঝড়ে শত শত মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে অনেকেই তাদের দিকে সাহায্যর হাত বাড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত অনেকের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি, তাদের পাশে দাঁড়ানোর। আশা রাখি, এলাকার বিত্তশালীসহ সমাজের সব শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন। শুধু ঘূর্ণিঝড় নয় যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার আঙ্গুল আলীম সুজা, টগরবন্দ ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তৈকির আহম্মেদ ডালিমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।