ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শাপলা তুলতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

শাপলা তুলতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সমকাল

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:৫৫ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১২:৫৬

নাটোরের সিংড়ায় বাবার সঙ্গে চলনবিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে আরমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আরমান উপজেলার চামারী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আল অমিনের ছেলে।

চামারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে শিশুটি তার বাবার সঙ্গে নৌকায় করে বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে নৌকা থেকে পানিতে পড়ে যায় সে।

বিলে স্রোত থাকায় শিশুটি তলিয়ে যায়। এ সময় বাবা আল আমিন পানিতে নেমে ছেলেকে প্রায় আধাঘণ্টা পর উদ্ধার করতে পারলেও ততক্ষণে আরমান মারা যায়।


আরও পড়ুন

×