ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হরিণের মাংসসহ আটক ২

হরিণের মাংসসহ আটক ২

হরিণের মাংসসহ আটক শামিম হোসেন ও ইসমাইল হোসেন। ছবি: সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১১:২১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১১:২১

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনপ্রহরীরা হরিণের মাংসসহ শামিম হোসেন ও ইসমাইল হোসেন নামে দুজনকে আটক করেছেন। শনিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

তারা শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের বাসিন্দা। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, গত শনিবার রাত ৯টার দিকে বুড়িগোয়ালীনির হুলো এলাকার পার্শ্ববর্তী নদী থেকে শামিমকে আটক করা হয়। এ সময় কয়েক সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা নৌকা থেকে ২০ কেজি মাংস উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে ইসমাইলকে ১০ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে কয়েক সহযোগীর নাম পাওয়া গেছে। বন্যপ্রাণী নিধন আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে। উদ্ধার মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হবে। 

আরও পড়ুন

×