ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৯৩ বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

৯৩ বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ২২:৫০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ২২:৫০

চট্টগ্রামে ৯৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল। তারা যোগসাজশ করে মাদকদ্রব্য বেচাকেনা করত। গত শনিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার তাদের আদালতে তোলা হলে বিষয়টি প্রকাশ পায়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো আশরাফুল হাসান, আবু মুসা ও এজাহার মিয়া। তাদের মধ্যে আশরাফুল হাসান খাগড়াছড়ির রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, একটি প্রাইভেটকারে ফেনসিডিলের চালান যাচ্ছে বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে রাস্তায় গাড়িটি আটকে তল্লাশি করা হয়। এতে ৯৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। সঙ্গে তিন মাদক কারবারিও গ্রেপ্তার হয়। তারা পরস্পর যোগসাজশ করে দীর্ঘদিন মাদক কারবার চালিয়ে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।



আরও পড়ুন

×