ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুদক কর্মকর্তা পরিচয়ে সিভিল সার্জনের কাছে চাঁদা দাবি

দুদক কর্মকর্তা পরিচয়ে সিভিল সার্জনের কাছে চাঁদা দাবি

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ২৩:২১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ২৩:২১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর কাছে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ নিয়ে সিভিল সার্জনের পক্ষে নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ০১৮৫৬৯৩৯১৯৪ এই নম্বর থেকে সিভিল সার্জনের মোবাইল নম্বরে ফোন আসে। ফোনে তিনি নিজেকে সিরাজুল ইসলাম নামে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন। পরে তিনি চট্টগ্রাম নগরে অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টারে লাইসেন্স পাইয়ে দেওয়ার অপরাধে সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন। তবে ৪০ হাজার টাকা দিলে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথাও বলেন তিনি। টাকা পাঠাতে তিনি ০১৭৬৬১১০৮৬৬ নম্বরের একটি বিকাশ একাউন্টও সিভিল সার্জনের কাছে পাঠান। 

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘সোমবার দুপুরের দিকে সিরাজুল ইসলাম নামে দুদকের কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি আমাকে ফোন করে চাঁদা দাবি করে। একপর্যায়ে ওই ব্যক্তি চাঁদা না দিলে মামলারও হুমকি দেয়। বিষয়টি সন্দেহ হওয়ায় এ ব্যাপারে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছি।’ ডা. মো. নুরুল হায়দার বলেন, ‘দুদকের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি ও মামলার হুমকির ঘটনায় সিভিল সার্জনের পক্ষে আমি কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছি। এতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ কাজ করছে।’

আরও পড়ুন

×