ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঋণ না দেওয়ায় ব্যাংকের মাঠকর্মীকে ছুরিকাঘাত

ঋণ না দেওয়ায় ব্যাংকের মাঠকর্মীকে ছুরিকাঘাত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ২০:৫৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ২০:৫৮

দীর্ঘদিন ধরে চাওয়ার পরও ঋণ না পাওয়ায় জুয়েল নামে এক ব্যাংককর্মীর ওপর হামলা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুক্তাগাছার জয় বাংলা বাজারের কাছে গ্রামীণ ব্যাংক কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। হামলার অভিযোগে রাজ কুমার রবিদাস নামে নরসুন্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন জানান, ময়মনসিংহ সদর উপজেলার মশিউর নগর গ্রামের বাসিন্দা রাজ কুমার রবিদাস মুক্তাগাছা উপজেলার জয় বাংলা বাজারে নরসুন্দরের কাজ করেন। পরিবারের ৬ সদস্য নিয়ে তার সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। এ কারণে বাজারের কাছে গ্রামীণ ব্যাংক কেন্দ্রের মাঠকর্মী জুয়েল মিয়ার কাছে ঋণ চান রাজ কুমার। কিন্তু ঋণ দিতে রাজি হননি জুয়েল। এতে ক্ষেপে গিয়ে রাজ কুমার মঙ্গলবার দুপুরে ছুরি নিয়ে হাজির হয় কেন্দ্রে। প্রথমে জুয়েকের চোখে বালু ছুড়ে মারে সে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার আবু আহম্মদ আব্দুল্লাহ বলেন, রাজ কুমার রবিদাস এক সময় তাদের শাখার সদস্য ছিলেন। লেনদেন পরিশোধ নিয়ে তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এ কারণে তাকে শাখা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরও ঋণ নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। ঋণ দিতে রাজি না হওয়ায় মাঠকর্মী জুয়েল মিয়ার ওপর হামলা চালান। তার অবস্থা আশঙ্কাজনক।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত রাজ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×