ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্যাতনের পর শিশু গৃহকর্মীকে বাথরুমে বন্দি: গৃহকর্ত্রী গ্রেপ্তার

নির্যাতনের পর শিশু গৃহকর্মীকে বাথরুমে বন্দি: গৃহকর্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার ফারহানা আলম। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ০৯:৫০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৯:৫০

কুমিল্লায় গৃহকর্মী সুমীকে নির্যাতনের পর বাথরুমে আটকে রাখার ঘটনায় মামলা হয়েছে। আশিকুর রহমান নামের এক প্রতিবেশী বাদী হয়ে বুধবার মামলাটি করেন। মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফারহানা আলম দম্পতিকে আসামি করা হয়েছে। আজ দুপুরে ফারহানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে গৃহকর্মী সুমীকে উদ্ধার করে পুলিশ। 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, প্রতিবেশীরা সুমির চিৎকার শুনে পুলিশে খবর দেয়। রাতে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়। তার চোখ-মুখসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

জানা যায়, সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফারহানা ইসলামের বাসায় কয়েক বছর ধরে কাজ করছে সুমী। তবে প্রায়ই তার উপর নির্যাতন চালান এই দম্পতি। মঙ্গলবার নির্যাতন শেষে বাথরুমে আটকে রেখে বাইরে যান এ দম্পতি। তখন সুমী চিৎকার করলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। 

আরও পড়ুন

×