ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কেশবপুরে দু’দিনে কুকুরের কামড়ে আহত ২০

কেশবপুরে দু’দিনে কুকুরের কামড়ে আহত ২০

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১২:৩০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১২:৩০

যশোরের কেশবপুরে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গল ও বুধবার কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহত হয়ে বুধবার উপজেলার মধ্যকুল গ্রামের আব্দুল কাদের (৫০), আব্দুল তালেব (৩৫), চায়না বেগম (৪০), আব্দুল আজিজ (৫২), উত্তম কুমার সাহা (৬৬), উপজেলার বড়েঙ্গা গ্রামের জলিল প্রফেসর (৮০) ও বগা গ্রামের রাশিদা বেগম (৬২) চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া মঙ্গলবার ভোগতী গ্রামের আবু হুরাইরা (৪), বালিয়াডাঙ্গা গ্রামের মোবারেক মোড়ল (৭০), মধ্যকুল গ্রামের সুভাষ সরকার (৫০), রামচন্দ্রপুর গ্রামের নরীম মোড়ল (৭০), খুকি বিবি (৭০) ও মুজগুনিয়া গ্রামের আতিয়ার রহমান (৩৫) চিকিৎসা নেন।

উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ বলেন, তাঁর দাদা নরীম মোড়লকে মঙ্গলবার সন্ধ্যায় একটি কুকুর আক্রমণ করে। কুকুরটি তাঁর দাদার অন্ডকোষে কামড় দিয়ে মারাত্মক আহত করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন মধ্যকুল গ্রামের আব্দুল কাদের বলেন, বুধবার সকালে বাড়ির পাশে রাস্তায় ওঠার সময় একটি কুকুর হঠাৎ তাঁর ডান পায়ে এসে কামড় বসিয়ে দেয়। গ্রামের অনেককেই কুকুর কামড়ানোয় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, গত দু’দিনে কুকুরের কামড়ে আহত ১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে আহত এক বৃদ্ধকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×