ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মা ও দুই ছেলেকে হত্যা পারিবারিক বিরোধে, গ্রেপ্তার ভাগনি জামাইর স্বীকারোক্তি

মা ও দুই ছেলেকে হত্যা পারিবারিক বিরোধে, গ্রেপ্তার ভাগনি জামাইর স্বীকারোক্তি

জহিরুল ইসলাম। ছবি-সংগৃহীত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ভাগনি জামাই জহিরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জহিরুল আদালতকে জানিয়েছেন, পারিবারিক বিষয়ে মতবিরোধ থেকে খালা শাশুড়ি জেকি আক্তারকে কুপিয়ে হত্যা করেন তিনি। এ ঘটনা দেখে ফেলায় জেকির দুই ছেলে মাহিন ও মহিনকেও হত্যা করেন তিনি।  

বুধবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ এসব তথ্য জানায়। এর আগে মঙ্গলবার রাতে নরসিংদীর মাধবদীতে শ্বশুরবাড়ি থেকে জহিরুলকে আটক করা হয়। বুধবার বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্যর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোনাহর আলী শরীফ জানান, শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সহায়তা চাইতে জহিরুল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেকির বাড়িতে যান। আলোচনার একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে জহিরুল ঘরে থাকা বঁটি দিয়ে জেকিকে কুপিয়ে হত্যা করেন। জেকির বড় ছেলে মাহিন (১৪) ওই সময় ঘুম থেকে জেগে চিৎকার করলে তাকেও হত্যা করেন। চিনে ফেলতে পারে– এই ভয়ে ছোট ছেলে মাহিনকে হত্যা করেন। তিনজনকেই একাধিকবার কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। 

এদিকে ওই ঘটনায় পাশের ঘর থেকে জীবিত উদ্ধার করা জেকির সাত মাসের মেয়ে ওজিহার রাত কেটেছে নির্ঘুম। বড় চাচি ইয়াসমিন আক্তারের কাছে রয়েছে সে। ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি অনেক চেষ্টা করেছি আমার ছোট্ট মাকে (ওজিহা) রাতে একটু ঘুম পাড়াতে। কিন্তু সে একটুও ঘুমায়নি। সে যেন মাকে এদিক-ওদিক খুঁজে বেড়াচ্ছে। এ ছাড়া ওজিহার বাবা শাহ আলম বুধবার ভোর ৪টায় সৌদি আরব থেকে বাড়িতে ফিরেছেন। স্ত্রী-সন্তানের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।


আরও পড়ুন

×