খুনের মামলায় আত্মগোপনে থাকা মা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৭:০৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৯:২৫
চট্টগ্রাম নগরী থেকে খুনের ঘটনায় মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার নগরীর পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা হলেন- ফাতেমা বেগম ও তার ছেলে শরিফ হোসেন।
র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ২০২২ সালের ২ সেপ্টেম্বর ফারুক হোসেন তার ভাতিজা শরিফকে কাজে যাওয়ার জন্য বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতেমার উসকানিতে ছেলে শরিফ হোসেন ক্ষিপ্ত হয়ে ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরদিন ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে চাঁদপুর জেলার কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর আত্মগোপনে চলে যায় মা-ছেলে। গোপন সংবাদে খবর পেয়ে তাদের পাহাড়তলী থানার ঝর্ণাপাড়া এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। চট্টগ্রাম এসে ফাতেমা নাম পাল্টে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আয়ার কাজ করতেন। আর ছেলে শরিফ ড্রাইভিংয়ের কাজ শিখছিলেন। তাদের চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- পাহাড়তলী
- খুনের মামলা