গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৯:৩৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১৯:৩৮
গাজীপুরে বিল থেকে মাছ ধরে ফেরার পথে শুক্কুর আলী ও শফিকুল ইসলাম নামে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাঙাল গাছ এলাকার বাঁশবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
২২ দিন কারাবাসের পর গত মঙ্গলবার জামিনে বের হয়েছেন ওই দুই ভাই। জামিনে বের হওয়ার চারদিনের মাথায় এ হত্যার ঘটনা ঘটলো বলে জানায় গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিল থেকে বড়শি দিয়ে মাছ ধরে একই অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন শুক্কুর আলী ও শফিকুল ইসলাম। রিকশা থেকে নামার পর অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে আরও লোকজন জমায়েত হয়ে তাদের দুইজনকে মারধর করে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তবে এ বিষয়ে নিহতের স্বজনরা বলেন, ওই এলাকার হিমেল ও তার ভাই সুমনের সঙ্গে টাকা পয়সা নিয়ে শুক্কুর ও শফিকের ঝামেলা চলছিল। কয়েকদিন আগে তাদের সঙ্গে মারামারিও হয়েছে। এ ঘটনার জেরেই তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে।
তবে এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনার জেরে জোড়া খুনের ঘটনা ঘটলো কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে শুক্কুর আলী ও শফিকুল ইসলাম গাজীপুর মহানগরের বাঙাল গাছ এলাকায় পরিবার নিয়ে ডবসবাস করতেন। শফিকুল ছিলেন পরিবহন শ্রমিক আর শুক্কুর আলী অটো রিকশা চালাতেন।
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গাজীপুর
- পিটিয়ে হত্যার অভিযোগ