ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ২০ দিন পর পাল্টাপাল্টি মামলা

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ২০ দিন পর পাল্টাপাল্টি মামলা

ফাইল ছবি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ২৩:০৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ২৩:০৬

প্রায় ২২ দিন আগে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার ২১দিনের মাথায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। উভয় পক্ষের মামলায় ৮৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার সিলেটের আমল গ্রহণকারী ৩নং আদালতে পাল্টা মামলা দায়ের করেন পার্র্থসারথী দাস পাপ্পু অনুসারী ছাত্রলীগ নেতা রাজীব আহমদ (২৯)। তিনি হরিকলস (মজলিস ভোগশাইল) গ্রামের নোয়াব আলীর ছেলে। তার দায়ের করা ‘বিশ্বনাথ সিআর ৪১৩/২০২৩’ নং মমালায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক রাহেল সিরাজ (২৯), বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের উপদেষ্ঠা আব্দুল আজিজ সুমনসহ (৩৮) ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৫০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। এরপর ওইদিন বাদ আছর কমিটি বিলুপ্ত হওয়ায় আনন্দ মিছিল করেন উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন পক্ষ। এরপর রাতে পার্থ-সারথী দাস পাপ্পু পাল্টা মিছিল দিতে চাইলে দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

×