ফসলি জমিতে আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগের প্রতিবাদ

ফসলি জমিতে আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১৪:৩৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ১৪:৩৫
সোনাগাজী সদর ইউনিয়নের চরশাহাপুরে তিন ফসলি জমিতে আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। শনিবার সকালে চরশাহাপুরে ধানের জমিতে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দুই সহস্রাধিক কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ অংশ নেন।
চরশাহাপুর তিন ফসলি ভূমি রক্ষা কমিটির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কৃষক নেতা সিরাজুল ইসলাম, আবুল কালাম, আবুল হাশেম, সাফিয়া খাতুন, আলমগীর হোসেন, মো. জহির, মোশারফ হোসেন, লোকমান হোসেন, গিয়াস উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চরশাহাপুর গ্রামে ইতোপূর্বে তিনটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর মধ্যে চরশাহাপুর গ্রামের চরশাহাপুর মৌজায় তিন ফসলি জমিতে আরও একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁয়তারা করা হচ্ছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমিগুলোতে খুঁটি দিয়ে আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে।
গ্রামবাসীর দাবি, চিহ্নিত ভূমিতে তিন ফসল চাষ করে গ্রামবাসী জীবিকা নির্বাহ করে আসছে। তিনটি আশ্রয়কেন্দ্র থাকা সত্ত্বেও একই গ্রামে আরও একটি নির্মাণ করা মানে তিন ফসলি জমি ধ্বংসের আশঙ্কা করেন তারা। সামাজিক স্থিতিশীলতা ও তিন ফসলি জমি রক্ষায় অন্য মৌজায় আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান।
- বিষয় :
- সোনাগাজী
- আশ্রয়কেন্দ্র