ফেনী ইউনিভার্সিটি-জেলা কারাগারের উদ্যোগে সেমিনার

ফেনী ইউনিভার্সিটি-জেলা কারাগারের উদ্যোগে সেমিনার। ছবি: সমকাল
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ১০:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ১০:৫৬
ফেনী ইউনিভার্সিটি-জেলা কারাগারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা এ সময় জেলা কারাগার পরিদর্শন করেন। রোববার ফেনী জেলা কারাগারের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন এবং ডেপুটি জেলার মোহাম্মদ সাইমুর উদ্দিন ফৌজদারি বিচারে কারাবিধির ভূমিকা বিষয়ক বক্তব্য দেন।
- বিষয় :
- ফেনী ইউনিভার্সিটি
- জেলা কারাগার
- সেমিনার