মণ্ডপে মণ্ডপে ঘুরছেন আ.লীগ নেতারা

আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন নেতারা।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ১১:৩৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ১১:৩৩
ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগ নেতারা। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি সরকারের উন্নয়নের প্রচার করে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।
আজ রোববার সকাল থেকে বোয়ালমারী উপজেলার রূপাপাত, শেখর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত শিকদার। এ সময় শেখর ও রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ ও মিজানুর রহমান সোনা মিয়া, তৌহিদুর রহমান মুক্ত, রাহাদুল আক্তার তপন, সাজ্জাদ হোসেন, হোসাইন আহমেদ, মোল্যা আশিক প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া রোববার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মলয় কুমার বোস, জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি ইস্রাফিল মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রমুখ।
এ দিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, ঢাকা টাইমস সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- পূজা
- শুভেচ্ছা বিনিময়