ফ্রি হাটে ব্যাগ ভর্তি পূজার সদাই

ময়মনসিংহে ফ্রি হাট। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ১৬:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ১৬:৫৪
হাঁটের সাতটি স্টলে থরে থরে সাজানো নিত্যপণ্য। বিক্রেতা হিসেবে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। ক্রেতা অসহায় মানুষ। বিনামূল্যের হাটে পূজোর ব্যাগ ভর্তি সদাই নেন শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুকসহ অসহায় পাঁচ শতাধিক পরিবার। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্রি হাট বসায় ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রতিবছর রোজা, ঈদ, পূজা, পহেলা বৈশাখ বা বিভিন্ন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে নিত্যপণের ফ্রি হাট বসিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। দুর্গাপূজা উপলক্ষে রোববারও আঠারবাড়ি এমসি উচ্চবিদ্যালয় মাঠে ফ্রি হাটের আয়োজন করে তারা। সেখানে সকাল থেকেই জড়ো হতে থাকেন স্থানীয় সনাতন ধর্মের মানুষ। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে তাদের উপস্থিতির সংখ্যাও। ফ্রি হাট থেকে পূজার উপহার নিতে আসা নারী-পুরুষকে আলাদা বসার জন্য দুই সারিতে চেয়ারের ব্যবস্থা রাখা হয়। তার পাশেই ছিল বিশাল প্যান্ডেল করা সাতটি স্টল। একেক স্টলে পূজার একেক রকম জিনিসের পসরা সাজিয়ে বসেন স্বেচ্ছাসেবীরা। এর মধ্যে ছিল– লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, চুড়ি, আলতা, সিঁদুর, সাবান ও শিশুদের জামা, প্যান্ট, গেঞ্জি, তেল, চিনি, সেমাই, নারিকেলসহ আরও কিছু পণ্য। এ ছাড়া শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সনাতন ধর্মবিষয়ক কুইজ।
ফ্রি হাটে পূজার উপহার নিতে আসা বাসন্তী রানী বর্মণ বলেন, ‘জিনিসপত্রের যে দাম, দুর্গাপূজার আমেজ তো দূরের কথা, আমাদের মতো গরিব মানুষের দুই বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকাটাই কঠিন। এই দুঃসময়ে উপহারগুলো পেয়ে কী যে ভালো লাগছে বলে বুঝাতে পারব না।’ শুধু বাসন্তী রানীই নন, বর্তমান বাজারে জিনিসপত্রের লাগামহীন দামে হিমশিম খাচ্ছে সব শ্রেণির মানুষ। তাই দুর্গপূজা উপলক্ষে বিনামূল্যে এতগুলো উপহার পেয়ে উচ্ছ্বসিত সবাই।
সংগঠনটির ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আজহারুল ইসলাম পলাশ জানান, অসহায় মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ক্রয়সামর্থহীন ৫০০ পরিবারের মাঝে পূজার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফ্রি হাটের উদ্বোধন করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের সহযোগী অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক প্রমুখ।