ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা আ’লীগ নেতার, হামলায় আহত ৫

বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা আ’লীগ নেতার, হামলায় আহত ৫

ছবি: সমকাল

দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১২:২৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ১২:২৪

ফেনীর দাগনভুঞায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে অন্যের বিরোধপূর্ণ জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  রাজাপুর গ্রামের রমিজউদ্দিন মিজির বাড়িতে এ ঘটনা ঘটে। দখল চেষ্টাকালে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরকালে ওই পরিবারের পাঁচজন সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত আনোয়ার হোসেন রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের মোহাম্মদ আলী ও তবারক উল্যাহ পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় গত ১৭ অক্টোবর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মো. তবারক উল্যাাহ, এনায়েত উল্যাহ ও আবুল হাশেমকে আসামি করে মামলা করেন মোহাম্মদ আলীর ছেলে আকরাম হোসেন। আদালত বাদীর মামলা আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু সোমবার দুপুরে মাহবুব ও তবারক উল্যাহর পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০/৮০ জন লোক দেশীয় তৈরি অস্ত্র নিয়ে  বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী আকরাম হোসেনের বসতঘর ভাংচুর করে এবং লুটপাট চালায়। বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় আকরাম হোসেন, স্ত্রী রোকসানা আক্তার, ভাগিনা ইমন এবং দুই ভাইয়ের স্ত্রী প্রিয়া ও প্রিয়াংকা আহত হন। দুর্বৃত্তরা এসময় আকরাম হোসেনের দুই ভাইয়ের স্ত্রীদের পরিহিত স্বর্ণলঙ্কার ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা পুলিশী সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা  ৯৯৯ নম্বরে ফোন দিলে স্থানীয় কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে। ওইদিন রাতে থানা থেকে এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগী আকরাম হোসেন জানান, সন্ত্রাসীরা তাঁর ঘরের টিন, আলমারী ভাঙচুর করে। তাঁর দুই ভাইয়ের স্ত্রীদের গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণলঙ্কার নিয়ে যায়। সবমিলিয়ে তাঁর ছয় লাখ টাকার ক্ষতিসাধন করে। অভিযুক্তদের হুমকিতে পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি আতংকিত। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, জমি দখলের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে আইনশৃপখলা বজায় রাখার জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ জানায়নি।

আরও পড়ুন

×