অসহায় কুকুরের জন্যও খাদ্য সহায়তা

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১২:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ১৪:৩৭
ভোলার চরফ্যাসন ও মনপুরায় ২০ হাজার কর্মহীন দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি পৌরশহরে অভুক্ত শতাধিক কুকুর বাঁচিয়ে রাখার লক্ষ্যে প্রতিদিন খাদ্যসামগ্রী দিয়ে ব্যতিক্রমী কার্যক্রম চালু করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসন স্কয়ার ও প্রেসক্লাবের সামনে এসব কুকুরকে খাবার দেওয়া হয়। বেওয়ারিশ এসব কুকুর সাধারণত চরফ্যাসন পৌরশহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। কিন্তু করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের জন্য চরফ্যাসন পৌর শহরের হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে। ফলে কুকুরগুলো অভুক্ত অবস্থায় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য জ্যাকব সাত সদস্যের একটি কমিটির মাধ্যমে প্রতিদিন এদের খাবারের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উল্লেখ্য, সংসদ সদস্য জ্যাকব এর আগে তার ব্যক্তিগত অর্থায়নে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় 'মানুষ মানুষের জন্যে' কর্মসূচির মাধ্যমে ২০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আসন্ন রমজানের শুরুতে চলমান এ কর্মসূচির আওতায় আরও ২০ হাজার দরিদ্র মানুষকে খাদ্য ও রমজানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
সংসদ সদস্য জ্যাকব করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ২১ দফা নির্দেশনা সবাইকে মেনে নিজ নিজ ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। এছাড়া তিনি তার নির্বাচনী এলাকায় অভাবী মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছেন।
- বিষয় :
- ভোলা
- এমপি জ্যাকব
- কুকুর