রাবির প্রবেশ দ্বারে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের তালা

রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১৮:৫৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ১৮:৫৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করবে এমন খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের দুই প্রবেশ দ্বারে তালা ঝুলিয়েছে পদবঞ্চিত নেতারা। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট ও পরে মেইন গেটে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিত নেতারা। প্রায় আধা ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে প্রক্টর অধ্যাপক আসাবুল হক তালা ভেঙে প্রবেশ দ্বার খুলে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের দাবি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বহিরাগত নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চায়। এজন্য তারা প্রবেশ দ্বারে তালা ঝুলিয়ে দিয়েছেন।
সভাপতি পদপ্রত্যাশী নবগঠিত কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, সভাপতি বাবু ও সম্পাদক গালিব বহিরাগত দলবল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চায়। তারা যাতে ক্যাম্পাসে বহিরাগত নিয়ে ঢুকতে না পারে সেজন্য আমরা তালা দিয়েছি। আমরা ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেব না।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ক্যাম্পাসে দুই প্রবেশ দ্বারে তালা লাগানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে কাজলা গেটের তালা ভাঙেন। পরে মেইন গেইটের তালাও ভাঙেন। এরপর চলাচল স্বাভাবিক হয়।
গত ২১ অক্টোবর রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কমিটি ঘোষণার পর থেকে ছাত্রলীগের একাংশ নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থান নেয়। এর ফলে এখন পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।