সমকাল প্রতিনিধিকে প্রকাশ্যে হত্যার হুমকি
‘তোকে শায়েস্তা করতে প্রয়োজনে ১৫ লাখ টাকা খরচ করব’

চরমপন্থী দলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহনেওয়াজ হোসেন শিমুল বিশ্বাস
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ০৮:০৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৮:০৪
সমকালের খুলনার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি এম এ এরশাদকে হত্যার হুমকি দিয়েছেন চরমপন্থী দলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহনেওয়াজ হোসেন শিমুল বিশ্বাস। গত ২১ অক্টোবর সমকালে প্রকাশিত ‘কৌশল বদলে সক্রিয় চররমপস্থীরা’ শিরোনামের সংবাদের জেরে শিমুল সাংবাদিক এরশাদের বাড়িতে যান। এ সময় শিমুল এরশাদের পরিবারের সদস্যদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রকাশ্যে হত্যার হুমকি দেন।
ওইদিন শিমুল বলেন, ‘সমকাল সম্পাদকসহ তোর নামে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করব এবং তোকে শায়েস্তা করতে প্রয়োজনে ১৫ লাখ টাকা খরচ করব।’ আরো বলেন, ‘আমি শেখ সোহেল, স্থানীয় এমপি ও থানার ওসিকে যা বলি তাই হয়। স্থানীয় বিএনপির সাথেও আমার যোগাযোগ রয়েছে। বর্তমান আমি কার কার সাথে চলি এটা তোর জানা উচিৎ। তোর আর তোর পরিবারের সদস্যদের ভবিষ্যতে খুবই খারাপ পরিণতি হবে। এই বাড়ি এসে বলে গেলাম।’
ঘটনার পরদিন এই ঘটনার একটি ভিডিও-অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোয়েন্দা বিভাগ, প্রশাসনসহ সকলের নজরে আসে এবং সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শিমুলসহ দুইজনের নাম উল্লেখ করে ২৩ অক্টোবর ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী শিমুল পদবী ও সদস্য ছাড়াই তৎকালীন সময় জাতীয় পার্টি, পরে বিএনপি এবং গত প্রায় দেড় বছর ধরে যুবলীগে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। ২০০১-২০০৬ এ সময় শিমুলের নামে খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক, সংবাদিক হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, দখলসহ প্রায় দেড় ডজন মামলা হয়। সাক্ষীর অভাবে ওইসব মামলা খারিজ হলেও এখন তার নামে দখল-চাঁদাবাজি ৩-৪টি মামলা চলমান। শিমুল এখন শেখ পরিবার, স্থানীয় এক শীর্ষ জনপ্রতিনিধি, খুলনা নুরনগর বিশ্বাস পরিবার ও পানি উন্নয়ন বোর্ডের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখল চালিয়ে যাচ্ছে। কিন্ত এসব ঘটনায় সবকিছু জেনেও থানার ওসি নীরব!
ডুমুরিয়া উপজেলা যুব লীগের আহ্বায়ক গোবিন্দ জানান, শিমুল বিশ্বাস সম্প্রতি মাঝে মধ্যে যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। তবে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের সঙ্গে শিমুল কখনও জড়িত ছিল কি না, তা আমার জানা নেই।
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম বলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান নির্বাহী সদস্য সমকাল সাংবাদিকের বাড়িতে গিয়ে সন্ত্রাসী হামলার-হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার ক্লাবে জরুরি সভা ডাকা হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সংবাদিকরা কর্মসূচি ঘোষণা করবে।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, থানায় জিডি হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।