ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যুবকের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

যুবকের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০৩

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন এক কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজের দরপত্র কিনতে গিয়ে হামলার শিকার হয়েছেন হৃদয় মীর নামে এক যুবক। তাঁর বাঁ পায়ের গোড়ালির রগ কাটা হয়েছে এবং চাপাতি দিয়ে মাথায় কোপানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পাংশা ইউএনওর কার্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। হৃদয়কে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তিনি পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের রহমান মীরের ছেলে। পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম মারুফসহ তিনজন এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন হৃদয়। তবে অভিযুক্তরা হামলার কথা অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় মীর দরপত্র কিনতে যাওয়ার সময় ইউএনওর কার্যালয়ের গেটের কাছে পৌঁছালে কয়েক দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে পায়ের রগ কেটে দেয় ও চাপাতি দিয়ে মাথায় কোপায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

অ্যাম্বুলেন্সে ঢাকায় যাওয়ার পথে মোবাইল ফোনে কথা হয় হৃদয়ের সঙ্গে। তিনি জানান, ভাইস চেয়ারম্যান জালাল তাঁকে থাপ্পড় দিয়ে বলেন, ‘তোকে নিষেধ করেছি (দরপত্র) কিনতে, তাও আসলি ক্যান?’ ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ এসে তাঁকে শুইয়ে ফেলেন। জনি কোমর থেকে ধারালো অস্ত্র বের করেন। তিনি দেখতে পাননি, কী দিয়ে পায়ের রগ কাটা হয়েছে। এ সময় একজন মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়।

অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম মারুফ বলেন, এ রকম ঘটনা ঘটেছে কিনা তা জানেনই না। শত্রুতা করে তাঁর নাম বলা হতে পারে।

অপর অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস জানান, তিনি ওই সময় উপজেলাতেই ছিলেন না। কার সঙ্গে কী হয়েছে তিনি জানেন না। টেন্ডারের শিডিউল কিনেছেন কিনা জানতে চাইলে জানান, বুধবার কিনেছেন।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, তাদের টিম হৃদয় মীরের সঙ্গে কথা বলেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×