ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এবার বুড়িগঙ্গায় নৌকা চলাচল বন্ধ করে দিলেন আ.লীগ নেতাকর্মীরা

এবার বুড়িগঙ্গায় নৌকা চলাচল বন্ধ করে দিলেন আ.লীগ নেতাকর্মীরা

সীমিত সংখ্যক নৌকা চলাচল করলেও সন্ধ্যার পর সব নৌকা বন্ধ করা হয়। ছবি: সমকাল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৩:১৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৫:৫৯

মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস তল্লাশির পর এবার বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা সেতু পর্যন্ত বুড়িগঙ্গার নদী পারাপারের খেয়াঘাটের নৌকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 

তবে কয়েকটি ঘাটে সীমিত সংখ্যক নৌকা চলাচল করলেও সন্ধ্যা ৬টার পর সব নৌকা বন্ধ করা হয়। নৌকার মাঝিরা বলছেন, দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘাটগুলো বন্ধ করতে বলেছেন।

নৌকার মাঝি আনসার আলী বলেন, বিকেলে আওয়ামী লীগ নেতারা বুড়িগঙ্গা নদীতে কোনোভাবে নৌকা চলাচল করা যাবে না। নৌকা বন্ধের খবর শুনে নৌকার মাঝিরা হতাশ হয়ে যায়। তবে কতদিন নৌকা বন্ধ থাকবে, সেই বিষয় নির্দেশনা দেয়নি নেতারা।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইন্সপেক্টর ফজলুর রহমান বলেন, আমরা গাড়ি চেক করছি। বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচল বন্ধ করার বিষয় জানা নেই।

আরও পড়ুন

×