ডিজিএফআইর সদস্য পরিচয়ে টাকা দাবি করে ধরা

গ্রেপ্তার সাইফুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:৫৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:৫৫
জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামে গিয়ে ডিজিএফআইর সদস্য পরিচয়ে টাকা দাবি করেন সাইফুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি। বিমান বাহিনীতে চাকরি পাওয়া এক তরুণের ভেরিফিকেশনের কথা বলে এ টাকা চান তিনি। তাকে দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। ততক্ষণে নামাজ পড়ার কথা বলে মোটরসাইকেল রেখে পালিয়ে যান তিনি।
পুলিশ সাইফুলকে না পেয়ে মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যার। গতকাল শুক্রবার বিকেলে তিনি মোটরসাইকেলের খোঁজে থানায় আসেন। পরে পুলিশ ভিডিও দেখে তাঁকে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি।
সাইফুল সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে। মাসুদ রানার বাবা আনিসুর রহমান বলেন, তাঁকে দেখেই সন্দেহ হয়েছিল। যখন তিনি বাড়িতে আসেন, তখন পরিবারের সদস্যরা ভিডিও করেছেন। সে ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি জানান, মাসুদ রানা বিমানবাহিনীতে চাকরি পেয়ে প্রশিক্ষণে আছেন। তার কাগজপত্র যাচাই-বাছাই (ভেরিফিকেশন) করার নামে বৃহস্পতিবার প্রতারক সাইফুল ডিজিএফআই সদস্য পরিচয়ে বাড়িতে যান। নামের বানান ভুল আছে জানিয়ে ঠিক করার কথা বলেন তিনি। না হলে মাসুদ প্রশিক্ষণ শেষে যোগদান করতে পারবেন না বলে জানান।
এ জন্য সাইফুল দেড় লাখ টাকা দাবি করেন জানিয়ে ওসি বলেন, তিনি মোটরসাইকেল নিতে থানায় এলে গ্রামবাসীর কাছ থেকে নেওয়া ভিডিও দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে।
- বিষয় :
- জয়পুরহাট
- ডিজিএফআই
- বিমান বাহিনী