বাবা আর বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার সঙ্গে কাজ করছি: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১১:৪৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১১:৪৭
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাক্তন সাংসদ মরহুম সিরাজুল হকের স্মরণসভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাবার বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর বিশ্বাসের সঙ্গে একনিষ্ঠ। এই বিশ্বাসকেই বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। আমি নিজেও এই আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছি।
তিনি বলেন, ‘আমার দাদা পুলিশে চাকরি করতেন সাতক্ষীরায়। সেখানেই বাবার জন্ম। বাবার সঙ্গে ছোটবেলা থেকেই সখ্যতা ছিল বঙ্গবন্ধুর। পরে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে বঙ্গবন্ধুর সহপাঠী ছিলেন। বাবা দু’বার ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সংসদ সদস্য ছিলেন। এই এলাকার মানুষদের নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মা জাহানারা হকও মুক্তিযুদ্ধে অংশ নেন।’ এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে তার অসমাপ্ত কাজ শেষ করতে সহায়তা করার আহ্বান জানান।
কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে পৌর মেয়র এম.জি হাক্কানীর সভাপতিত্বে স্মরণসভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এসব কথা বলেন।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ শহীদউল্লাহ, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা পুরান বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, অধ্যক্ষ আকরাম খান, অধ্যাপক রুমানুল ফেরদৌস প্রমুখ।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুস্তম খাঁর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান, বাদৈর ইউপি চেয়ারম্যান শিপন আহম্মেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক প্রমুখ। পরে মিলাদ, মোনাজাত ও তাবারকের আয়োজন করা হয়।