ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘ঝুঁকিপূর্ণ’ মার্কেট রক্ষায় সিলেটে আন্দোলনে ব্যবসায়ীরা

‘ঝুঁকিপূর্ণ’ মার্কেট রক্ষায় সিলেটে আন্দোলনে ব্যবসায়ীরা

ভবন রক্ষায় আন্দোলন করেন ব্যবসায়ী ও কর্মচারীরা। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১৬:১৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১৬:১৯

সিলেট নগরীতে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন যে কয়টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে অন্যতম নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকার সমবায় ভবন। পাশাপাশি চারটি আলাদা ভবন নিয়ে নামকরণ করা সমবায় ভবনের বয়স ৩০ থেকে ৫৮ বছর।

ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে ভবনটি ভাঙতে দু’দিন আগে নোটিশ দেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নোটিশে মার্কেটের ব্যবসায়ীদের ভবনটি খালি করে দিতে বলা হয়। 

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদের মাত্র এক সপ্তাহ আগে এমন নোটিশ পেয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ভবন নিয়ে মামলা নিষ্পত্তি না হওয়ার আগে সিসিকের এমন নোটিশের প্রতিবাদে এবং ভবন রক্ষায় শনিবার আন্দোলনে নামেন কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী। সমবায় ভবন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ভবনটির সামনে মিছিল-সমাবেশ করা হয়। 

দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম লস্করের সভাপতিত্বে ও মো. মখলিছুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সমিতির সদস্য, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান (শওকত), কামরুল ইসলাম, ফারুক হোসেন, শফিকুর ইসলাম, আনোয়ার রশিদ, বাদল হোসেন, হুমায়ুন কবির সিরাজ প্রমুখ। 

সমবায় ভবনের ব্যবসায়ীরা জানান, সাধারণত একটি ভবনের মেয়াদ ৯০ থেকে ১০০ বছর থাকে। কিন্তু সমবায় ভবন মার্কেটের চারটি আলাদা ভবন ১৯৬৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। 

ভবনগুলোর মধ্যে একটি ছাড়া বাকি তিনটি ভবনের কোনো কারিগরি প্রতিবেদন নেই। তারপরও সিসিক তাদের মালিকানাধীন ভবনটি ভাঙতে চাচ্ছে। এ বিষয়ে উচ্চ আদালতে ব্যবসায়ীরা আপিল করেছেন, যা আগামী ২০ নভেম্বর শুনানির কথা রয়েছে। অথচ ভূমিখেকোদের পক্ষ নিয়ে মেয়র তাঁর শেষ সময়ে সমবায় ভবন মার্কেটটি ভাঙতে চাচ্ছেন। 

জানা গেছে, সিলেট নগরীতে ২০১৬ সালে সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ভবনের জরিপ শুরু করে। প্রায় ৪০ হাজার ভবনের জরিপ শেষে ৩০টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। গত পাঁচ বছরে দু-চারটি ভবন ভাঙার পর সিসিকের এ কার্যক্রম এগোয়নি। 

সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, সমবায় ভবনের মেয়াদ কম হলেও কারিগরি ত্রুটি রয়েছে। সে জন্য তা ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×