ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

লালমনিরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ১ জন নিহত

লালমনিরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ১ জন নিহত

জাহাঙ্গীর আলম

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৯:১০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১০:৫৯

লালমনিরহাটে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪৪)  নামের এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মহেন্দ্রনগর এলাকায় হরতালকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়।

এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ দু’জন আহত হন। উদ্ধার করে জাহাঙ্গীরকে সদর হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু ঘটে। লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতাকর্মীরা তাকে হত্যা করেছে।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বড়বাড়িতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। পরে মহেন্দ্রনগর এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের দু’জন আহত হন। এর মধ্যে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর সদর হাসপাতালে মারা যান। 

অপরদিকে সকালে শহরের মিশন মোড়ে পিকেটিংয়ের চেষ্টা করে বিএনপির কিছু নেতাকর্মী। এসময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পিকেটাররা সেনা মৈত্রী মার্কেট এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

আরও পড়ুন

×