ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিএনপি কার্যালয়ের পেছনে ব্যাগে মিলল ৯টি পেট্রোল বোমা

বিএনপি কার্যালয়ের পেছনে ব্যাগে মিলল ৯টি পেট্রোল বোমা

উদ্ধার হওয়া পেট্রোল বোমা। ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১১:০০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১১:১৫

রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের পেছনে থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে এ বোমা উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজুর রহমান। তিনি জানান, সকালে বিএনপির ২৫-৩০ নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনজনকে আটক করা হয়। এর পর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে ইটপাটকেল উদ্ধার করে পুলিশ। এছাড়া কার্যালয়ের আশেপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ের পেছন থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, পেট্রোল বোমাগুলো নাশকতার উদ্দেশ্যে নিয়ে আনা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ।

আরও পড়ুন

×