চালের দাম দিনাজপুরে বস্তাপ্রতি বেড়েছে ৫০ টাকা

চালের একটি দোকান (ফাইল ফটো)
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ১৮:৫১ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ১৮:৫৪
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে চালের দাম বেড়েছে বস্তাপ্রতি ৫০ থেকে ৭০ টাকা। দিনাজপুর বাহাদুরবাজার এনএ মার্কেট সূত্রে জানা যায়, বিআর উনত্রিশ জাতের চাল বস্তাপ্রতি (৫০ কেজি) বিক্রি হচ্ছে ২৫০০ টাকা, সুমন স্বর্ণ ২৪০০ টাকা, আঠাশ ২৬৫০, পারি ২৪৫০-২৫০০, মিনিকেট ২৮০০-২৮৫০ টাকা। এসব চাল এক সপ্তাহ আগেও ৫০ থেকে ৭০ টাকা কমে বিক্রি হয়েছে।
আমজাদ হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, প্রতি বস্তায় চালের দাম বেড়েছে ৫০ টাকার মতো। তবে বাজারে চালের কোনো সংকট নেই। ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে।
চাল বিক্রেতা আলাল ব্যাপারী বলেন, আমরা যে দামে মিল থেকে চাল কিনি তার ওপর কিছুটা লাভ রেখে বিক্রি করি। বাজারে ধানের সংকট বলে চালের দাম বৃদ্ধি পেয়েছে, মিলাররা এটি আমাদের জানিয়েছেন।
তবে এসব বিষয়ে বাজার তদারকি দরকার। কারণ চালের দাম বাড়লে বিরূপ প্রভাব পড়ে আমাদের ওপর।
বাংলাদেশ মেজর ও হাসকিং মিল মালিক সমিতি সূত্রে জানা যায়, দিনাজপুরে মোট ২১৮৫টি মিলের মধ্যে অটো চালকল চালু রয়েছে ৩৫০টি। আর হাসকিং মিল চালু রয়েছে ৪০০টি। তবে বর্তমানে ধানের
সংকটের কারণে হাসকিং মিলগুলো সম্পূর্ণ বন্ধ। আর অটোচালকল চালু রয়েছে ১৫০টির মতো। নতুন ধান বাজারে উঠলে এসব চালকল উৎপাদনে যাবে।
সংগঠনটির সহ-সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, মিলগুলোতে ধানের অভাব। এ কারণে মিলগুলো বন্ধ। এই সময় বাজারে যেসব ধান উঠছে তা মজুদদারদের। দিনাজপুরে অনেক লাইসেন্সবিহীন মজুদদার রয়েছেন। তারা এখন বাজারে ধান ছাড়ছেন বেশি দামে। এর প্রভাব পড়েছে চালের বাজারের ওপরে। যদি লাইসেন্সবিহীন মজুদদারি বন্ধ হয় তাহলে অনিয়ন্ত্রিতভাবে চালের বাজার বাড়বে না। এছাড়া এখন বাজারে পুরাতন ধান নেই, ফলে কিছুটা ধানের সংকট রয়েছে। নতুন ধান বাজারে উঠলে চালের দাম কমবে।
- বিষয় :
- চালের দাম
- চালের বাজার