ইরান সীমান্তে নিখোঁজ রাসেলের সন্ধান মেলেনি সাড়ে ৪ মাসেও

ইমাদ উদ্দিন রাসেল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৯:১৯
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ইরান সীমান্তে নিখোঁজ ছাতকের ইমাদ উদ্দিন রাসেলের সন্ধান মেলেনি সাড়ে চার মাসেও। তিনি মারা গেছেন না জীবিত আছেন, তা জানে না পরিবার। গত ৭ জুন থেকে রাসেলের সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ হচ্ছে না। ইরান থেকে তুরস্ক যাওয়ার পথে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়লে কয়েকজন হতাহত হন। এর মধ্যে রাসেল ও জুনেদ নামের আরেক যুবক ছিলেন।
ছাতকের কামারগাঁওয়ের বাসিন্দা জুনেদ বিষয়টি নিশ্চিত করলেও পরে কার ভাগ্যে কী ঘটেছে তা তিনি জানেন না। সম্প্রতি দেশেও ফিরে আসেন জুনেদ। এ অবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে রাসেলের পরিবার। রাসেল ছাতক উপজেলার রাধানগর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।
রাসেলের চাচাতো ভাই ফখর উদ্দিন গতকাল বুধবার সমকালকে জানান, চলতি বছরের এপ্রিলে একই এলাকার গন্ধবপুরের বাসিন্দা দুবাইয়ে অবস্থানরত জয়নালের মাধ্যমে ইউরোপে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন রাসেল। সাত লাখ টাকার মধ্যে চার লাখ টাকা জয়নালকে দেওয়া হয়। গত ৬ জুন ইরান থেকে তুরস্ক নেওয়ার জন্য রাসেলসহ বেশ কয়েকজনকে দালালরা জড়ো করে। ওই দিন রাসেল তার পরিবারকে জানায় তিনি তুরস্ক যাচ্ছেন, তার জন্য দোয়া করতে। পরদিন থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
জুনেদ ওই দিনের ঘটনা প্রসঙ্গে রাসেলের পরিবারকে জানান, ৬ জুন তুরস্ক যাওয়ার পথে তাদের ওপর গুলিবর্ষণ করে ইরানি বাহিনী। রাসেলসহ তিনি নিজেও গুলিবিদ্ধ হন। কয়েকজন মারাও যান। সুস্থ হয়ে জুনেদ মাস দেড়েক আগে দেশে ফেরেন। তবে রাসেলের ভাগ্যে কী ঘটেছে তা বলতে পারেননি।
- বিষয় :
- নিখোঁজ
- ইরান সীমান্ত
- সন্ধান মেলেনি