খাটের ওপর পড়ে ছিল মা ও দুই মেয়ের মরদেহ

এই ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ১৪:৩৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ | ১৬:২৮
হোসেনপুরের শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলো, সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার, মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।
এ তথ্য নিশ্চিত করেছেন মঞ্জিল মিয়ার চাচাত ভাই মো. আরিফ। একটি টিনের বসতঘরে তাদের মরদেহ পাওয়া যায়। মোহনা পঞ্চম শ্রেণিতে পড়ত। আর বন্যা পড়ত প্রথম শ্রেণিতে।
আরিফ জানান, ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। মঙ্গলবার সকালে মোহনার বন্ধু ফারজানা তাকে ডাকতে গিয়ে দেখে তিনজন খাটের ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে হোসেনপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মণ্ডল থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান।
তাসলিমার স্বামী মঞ্জিল মিয়াকে সৌদি আরবে ঘটনাটি জানানো হয়েছে।
- বিষয় :
- মৃত্যু
- মৃত্যু রহস্য