অজ্ঞাত নারীর মরদেহ মিলল বিলে

ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে উদ্ধার করা হয় মরদেহ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১২:০৮
ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বিলের মধ্যে ঘাস কাটতে গেলে কচুরিপানার মধ্যে লাল শাড়িতে মোড়ানো মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘাস কাটার জন্য ডোঙ্গায় করে বিলের মধ্যে যান তারা। এ সময় কচুরিপানার নিচে লাল শাড়িতে মোড়ানো মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানান তারা।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই নারী তাদের গ্রামের বাসিন্দা নন। এর আগে তাকে কখনও দেখা যায়নি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম সমকালকে জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে মরদেহ পাঠানো হবে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী সকালে ডোঙ্গায় করে পার হওয়ার সময় দুর্ঘটনাবশত পানিতে পড়ে গেছে।
- বিষয় :
- অজ্ঞাত মরদেহ উদ্ধার
- অজ্ঞাত লাশ