কুড়িগ্রামে আরও ৫২ জন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০১:৫৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০২:০০
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে ৫২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মোট ৪২২ জনকে। এদিকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ৭৮২ জনকে থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ।
মঙ্গলবার সকালে এসব তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। তিনি বলেন, গত ৪ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২৭২ জনের পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে একই পরিবারের ৩ জনসহ ৯ জনের পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ এসেছে। এরা সবাই ঢাকার সাভার, কেরানীগঞ্জ, গাজীপুরের টঙ্গী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে বাড়িতে এসেছিলেন।
সিভিল সার্জন আরও জানান, করোনা আক্রান্ত ৪ জনকে জেলা সদরের জেনারেল হাসপাতালে, ৩ জনকে রৌমারী উপজেলা হাসপাতালে ও ১ জনকে ফুলবাড়ী উপজেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া চিলমারীতে আক্রান্ত ১ জনকে তার বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
- বিষয় :
- কুড়িগ্রাম
- হোম কোয়ারেন্টাইন
- করোনাভাইরাস