ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পোশাক রপ্তানি বন্ধের পাঁয়তারা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী

পোশাক রপ্তানি বন্ধের পাঁয়তারা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩ | ১২:২৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ | ১৩:০৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাক রপ্তানি বন্ধের যে পাঁয়তারা হচ্ছে, তা সফল হবে না। রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। তারা এমন কিছু করবে না যাতে বাংলাদেশের পোশাক শিল্পে প্রভাব পড়ে। উদ্যোক্তাদের কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বুধবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চিনির উৎপাদনও নেই, ভারতীয় চিনি আমদানিও বন্ধ। ফলে আপাতত চিনির দাম কমার সুযোগ নেই। তবে শীতকালীন শাক-সবজী ও চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে দাবি করেন মন্ত্রী। 

আরও পড়ুন

×