ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আপাতত কমছে না চিনির দাম: বাণিজ্যমন্ত্রী 

কমছে না চিনির দাম: বাণিজ্যমন্ত্রী 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩ | ১৭:০০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ | ১৭:৩৩

আপাতত চিনির দাম কমার কোনো সুযোগ নেই।  বলে জানিয়েছেন । বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। উৎপাদনও নেই দেশীয় চিনির। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সে কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই। 

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আবার দলীয় মনোনয়ন পাওয়া ও নিজের জয়ের বিষয়ে টিপু মনুশি বলেন, এ নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ আসনে যাকে মনোনয়ন দিতেন, তিনি তাঁর পক্ষ হয়ে কাজ করতেন। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, উত্তরে গ্যাস এসেছে। অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে আগামী বছর প্রধানমন্ত্রী সদয় হয়ে এ ঘোষণা তিনি নিজেই দেবেন বলে আশা করি।

আরও পড়ুন

×