খুলনায় সুরক্ষা সামগ্রী দিল যুবলীগ

খুলনায় সুরক্ষা সামগ্রী দিল যুবলীগ
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১০:১০
বিশ্বের সবগুলো দেশেই মহামারি করোনার ভায়াবহ রূপ নিয়েছে। দেশেও পর্যায়ক্রমে এ মহামারির প্রকোপ বাড়ছে। চিকিৎসা ও সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক, নার্স ও পুলিশ কর্মকর্তা আক্রান্ত হয়ে পড়ছেন।
পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবেই অনেক সময় চিকিৎসা সেবায় নিয়োজিতরা ও দায়িত্ব পালনরতরা আক্রান্ত হয়ে পড়ছেন।
এমন বাস্তবতায় চিকিৎসক ও পুলিশ প্রশাসনের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও এন জে এন ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, মো. নুর আলম মিয়ার সৌজন্যে এসব পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এবং রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন এর কাছে।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক এস এম রাজু হোসেন।
- বিষয় :
- সুরক্ষা সামগ্রী
- করোনাভাইরাস
- যুবলীগ
- খুলনা