ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খাদ্যমন্ত্রীকে শোকজ

খাদ্যমন্ত্রীকে শোকজ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৮:৪০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৮:৪২

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

সোমবার বিকেলে একটি চিঠির মাধ্যমে বিষয়টি তাঁকে জানানো হয়েছে। নওগাঁ-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ৪ ডিসেম্বর বিকেলে পোরশা উপজেলার সরাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

১৭ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ওই চিঠিতে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 

আরও পড়ুন

×