লবণের ট্রাকে ১৮ কেজি আইস, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩ | ০৩:৩৪
কক্সবাজারের রামুতে ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দু’জন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাক থামান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী গাড়িটি তল্লাশি করে এই মাদক পাওয়া যায়। শুক্রবার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
গ্রেপ্তার কারবারিরা হলেন– টেকনাফ উপজেলার জাহাজপুরা নোয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ট্রাকচালক কেফায়েত উল্লাহ ও একই উপজেলার মহেশখালী পাড়ার আবুবকরের ছেলে মো. হারুন। তবে ট্রাকে থাকা হোসাইন আহমদ পালিয়ে যান। তিনি টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকার কালা মিয়ার ছেলে।
বিজিবি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, টেকনাফ থেকে মাদক পাচার হচ্ছে বলে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হয়। গাড়িটিতে লবণের বস্তার আড়ালে ভয়ংকর মাদক আইস পরিবহন করা হচ্ছিল। বস্তায় লবণ থাকলেও ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আইসগুলো পাওয়া যায়। পলাতক হোসাইন মাদক পাচার চক্রের হোতা বলে গ্রেপ্তার কেফায়েত ও হারুন দাবি করেছেন। হোসাইনকে ধরার জন্য টেকনাফের সাবরাং এলাকায় সারারাত অভিযান চালানো হয়েছে। তিনি যাতে বৈধভাবে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছেন।
তিনি জানান, তল্লাশিকালে আইস ছাড়াও পাচারে ব্যবহৃত ট্রাক, ৩ লাখ ৩৬ হাজার টাকা, এক বোতল বিদেশি মদ, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার কারবারিদের নামে মামলা দিয়ে তাদের রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- আইস উদ্ধার