ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পদ্মায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

পদ্মায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩ | ১৯:৪৪

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা হয়। ঘটনার পরপরই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

পদ্মার চর থেকে হাসাইল এলাকায় ফেরার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা সমকালকে জানিয়েছেন। 

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×