ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুর-২

আ.লীগ প্রার্থী শাহদাব আকবর লাবুকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

আ.লীগ প্রার্থী শাহদাব আকবর লাবুকে শোকজ

শাহদাব আকবর লাবু চৌধুরী

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩ | ১৯:৫৬

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ রোববার নির্বাচনী অনুসন্ধান কমিটি ফরিদপুর-২ এর চেয়ারম্যান এবং সিনিয়র সহকারী জজ আদালতের (সদর) বিচারক কাঞ্চন কুমার কুণ্ডু এই শোকজ করেন।

শাহদাব আকবরকে সশরীরে কিংবা তার কোনো প্রতিনিধির মাধ্যমে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার মধ্যে  অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। 

শোকজ নোটিশে শাহদাবের বিরুদ্ধে গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-র অধীন আইনের বিধান লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। 

শোকজের সূত্র হিসেবে গত ১৩ ডিসেম্বর প্রকাশিত কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারের কথা উল্লেখ করা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, ‘‘মো. শাহাদাব আকবর, সংসদ সদস্য, নির্বাচনী এলাকা-২১২ ফরিদপুর-২ আসনের একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আপনি গত ১৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় সালথার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের পাশে একটি বাড়িতে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে ফরিদপুর সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে বলেন যে, ‘আজকে আমরা দেখি, এখানে অনেক মীর জাফর। আমার বলতেও কষ্ট হয়, আপনাদের এই উপজেলার সভাপতি দেলোয়ার সাহেব, যিনি দীর্ঘ সময় এই আওয়ামী লীগের কথা বলেছেন, দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগ করে এই শেষ সময়ে এসে তিনিও মোনাফেকি করলেন। তিনি কিন্তু ৮৬ সালে যখন জাতীয় পার্টির ভোট কাটছিলেন, তখন কিন্তু আমি সালথা থেকে দৌড়ায় এসে তাঁকে দাবড়ায়ে ধানখেতে উঠায়ছিলাম। আর সেই লোকটারে আমার মা দুধকলা দিয়ে পুষেছিলেন। তিনি আজকে জায়গামতো চলে গেলেন। আজকে তিনি অনেক কথা এদিক-ওদিক অনেক রকম কথা বলেন। ইনশা আল্লাহ একটা জুতার মালা বানাইতে দিছি। ৮ তারিখ ওনার গলায় জুতার মালা দিয়া ঘোরানো হবে। বেইমানদের আপনারা চিনে রাখেন।’ উক্ত কার্যের মাধ্যমে এই পর্যায়ে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-র ৮(খ) ও ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হচ্ছে।’’

শোকজ নোটিশে শাহদাবের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট পাঠানো হবে না। সেজন্য আগামী মঙ্গলবার সকাল ১১টায় নির্বাচন অনুসন্ধান কমিটি ফরিদপুর-২ এর চেয়ারম্যানের কার্যালয়ে স্ব-শরীরে অথবা শাহদাবের মনোনীত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওই আদালতের নাজির অনিমেষ সরকার বলেন, ‘আজ রোববার দুপুরে আদালতের জারিকারক সালথার গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামে শাহদাবের বাড়িতে শোকজ নোটিশটি জারি করতে রওনা হন।’

আরও পড়ুন

×