ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিলেটের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

সিলেটের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

সিলেটের নির্বাচনী জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা। ছবি-ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ১৫:২৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ১৬:০৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেটের জনসভায় যোগ দিয়েছেন। বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে তিনি সমাবেশের মঞ্চে পৌঁছান। প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছার পর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সরকারি আলিয়া মাদরাসার মাঠ।

তিনি মঞ্চে উপস্থিত হবার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। মঞ্চে বসার পর শিল্পীরা ‘বাবা শাহ জালালের দেশ সিলেট ভূমিরে…ও কোন মেস্ত্ররি নাও বানাইছে কেমন দেখা যায়’…গান দুটি পরিবেশন করেন।

বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়।

নগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় সভার শুরুতে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ। 

সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মঞ্চে দেখা যায়। 

এর আগে সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে শেখ হাসিনা হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান।

আরও পড়ুন

×