তারাগঞ্জ মাঠে এলেন প্রধানমন্ত্রী

তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১১:৫৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১৩:৩২
নির্বানী প্রচারণায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের সরকারি তারাগঞ্জ কলেজ মাঠে সভাস্থলে এসেছেন। মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে সভাস্থলে আসেন তিনি।
এখানে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রী আজ রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে পৃথক দুটি নির্বাচনীয় সভায় বক্তব্য রাখবেন। প্রথমে তিনি তারাগঞ্জ মাঠে এলেন। এর আগে সকাল থেকেই মিছিলযোগে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিকশা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দেন তারা।
এরপর তিনি সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরে জয়সদনের উদ্দেশে রওনা হবেন। সেখানে স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত এবং শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার গ্রহণ করবেন। এরপর প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। পীরগঞ্জ হাইস্কুল মাঠে এ সভাটি অনুষ্ঠিত হবে।
নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী ফের সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর হয়ে এবং বাংলাদেশ বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
- বিষয় :
- নির্বাচনী জনসভা
- প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা