ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচনী সরঞ্জাম পৌঁছাল পঞ্চগড়ে

নির্বাচনী সরঞ্জাম পৌঁছাল পঞ্চগড়ে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১৬:০১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১৬:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পঞ্চগড়ে পৌঁছেছে। জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা পুলিশি পাহারায় ব্যালটসহ সরঞ্জাম নিয়ে কাভার্ডভ্যানে মঙ্গলবার সকালে পঞ্চগড়ে পৌঁছান। 

অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার রিয়াজ উদ্দীনের উপস্থিতিতে এসব সরঞ্জাম জেলা প্রশাসকের ট্রেজারির ভাণ্ডার কক্ষে রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দীন জানান, জেলার দুটি সংসদীয় আসনে মোট ২৮৭টি ভোটকেন্দ্র আট লাখ ৪০ হাজার ৯০০ ভোটার রয়েছে। নির্বাচনের জন্য ৭৯টি বস্তা ও কার্টুনে সরঞ্জাম পাঠানো হয়।

আরও পড়ুন

×