'এর নাম বেঁচে থাকা নয়'

ইজাজ আহ্মেদ মিলন, গাজীপুর
প্রকাশ: ০২ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০২ মে ২০২০ | ১৫:৩৭
'এত যন্ত্রণা নিয়ে কি মানুষ বাঁচতে পারে? আমি বেঁচে আছি। তবে এর নাম বেঁচে থাকা নয়। কিছুতেই ভুলতে পারছি না স্মৃতি ফাতেমাকে। কন্যা নূরা আর হাওয়ার দরদমাখা কণ্ঠের ডাক যেন ভেসে আসছে। শিশুপুত্র ফাদিলের অপলক চেয়ে থাকার দৃশ্য ভোলা যায় না।' মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে টেলিফোনে সমকালকে এভাবেই নিজের যন্ত্রণার কথা বলছিলেন রেজোয়ান কাজল। ইন্দোনেশীয় বংশোদ্ভূত স্ত্রী স্মৃতি ফাতেমা, কন্যা নূরা ও হাওয়াকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় একই ঘরের ভেতর। ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি আট বছরের ছেলে ফাদিলও। ২৩ এপ্রিল রাতে গাজীপুরের জৈনাবাজার এলাকায় কাজলের দোতলা বাড়ির একটি কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। করোনা সংকটের কারণে মালয়েশিয়া থেকে কাজল আসতে পারেননি দেশে।
কাজল বলেন, 'আমার আর কী আছে? সবই তো শেষ। কপালে কেন সুখ সইল না'! কথা বলতে গিয়ে কাজল বারবার স্মৃতিকাতর হয়ে পড়েন। আটাশ বছর আগে তিনি মালয়েশিয়া যান। সে সময় ইন্দোনেশিয়ার স্মৃতি ফাতেমা পড়াশোনা করার জন্য মালয়েশিয়ায় আসেন।
