ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে জনসভা মাঠে আসছেন নেতাকর্মীরা। ছবি: সমকাল

শাহাদাৎ তনিম, ফরিদপুর থেকে

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪ | ১৪:৪১ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ | ১৪:৫২

মিছিল আর স্লোগানে মুখরিত ফরিদপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাস্থল ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে জনসভা মাঠে আসছেন নেতাকর্মীরা। 

মঙ্গলবার বেলা ৩টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাস্থলে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। যেখানে থাকবেন জেলার চারটি সংসদীয় আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা। 

জনসভা মাঠকে বিভিন্ন স্তরে ভাগ করে আসন বিন্যাস করা হয়েছে। রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠের চারিপাশে ৪টি ফটকের মধ্যে বাশের গেটের ভিতর দিয়ে নিরাপত্তার সাথে জনসভায় প্রবেশ করতে হবে জনসাধারণদের।

এছাড়াও জনসভাকে সফল করতে ও প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নৌকার নির্বাচনী পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে জনসভা মাঠের বাইরের রাস্তাঘাট।

আরও পড়ুন

×